গুলি নিয়ে শাহজালালে প্রবেশ, এলডিপির মহাসচিব আটক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে সাত রাউন্ড গুলি ও ম্যাগাজিন নিয়ে প্রবেশ করায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে।

আজ সোমবার সকালে তল্লাশি চালিয়ে তার কাছে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর তাকে প্রাথমিকভাবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘বিমানবন্দরে বহির্গমন (ডিপার্চার) গেটে প্রবেশের সময়ই অস্ত্র-সংক্রান্ত ঘোষণা দিতে হয়। তবে তিনি কোনো ঘোষণা না দিয়েই ভেতরে প্রবেশ করেন। এ কারণে তাকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।’

‘ভুলে’ গুলি ও ম্যাগাজিন পকেটে থেকে গেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন এলডিপি মহাসচিব।