উরুগুয়েকে হারিয়ে সেমিতে পেরু

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : টাইব্রেকারের প্রথম শটে গোল করতে পারলেন না লুইস সুয়ারেস। ভুল করল না পেরুর কেউই। পেনাল্টি শুট আউটে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠল দলটি।
ব্রাজিলের সালভাদরে স্থানীয় সময় শনিবার বিকালে শেষ কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জেতে পেরু।
ফাইনালে ওঠার লড়াইয়ে চিলির মুখোমুখি হবে পেরু। কলম্বিয়াকে টাইব্রেকারে একই ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছে গত দুবারের চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে আক্রমণে আধিপত্য করা উরুগুয়ের ২৫তম মিনিটে মুহূর্তের ব্যবধান দারুণ দুটি সুযোগ নষ্ট হয়। লুইস সুয়ারেসের শট গোলরক্ষক দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেওয়ার পর কাছ থেকে বল উড়িয়ে মারেন এদিনসন কাভানি।
টাইব্রেকারে সুয়ারেসের নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন পেদ্রো গালেসে। বাকি নয় জনই গোল করেন।
পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় চিলির বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পেরু।
বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।