উবার চালক আরমান হত্যায় তিন সন্দেহভাজন গ্রেফতার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকার উত্তরায় উবার চালক আরমানকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান জানান, শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- সিজান, শরীফ ও সজীব। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গত ১৩ জুন রাত দেড়টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কে ৫২ নম্বর বাসার সামনে প্রাইভেট কারের ভেতরে ৪০ বছর বয়সী আরমানের লাশ পাওয়া যায়।

উত্তরা পশ্চিম থানার এসআই ফারুক হোসেন সেদিন বলেছিলেন, আরমানের মৃতদেহ ছিল গাড়ির চালকের আসনে। ঘাড়ে ছিল ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন।

“প্রাথমিকভাবে মনে হচ্ছে, যাত্রীবেশে গাড়িতে উঠে ছিনতাইয়ের চেষ্টা করেছিল কেউ। তাতে ব্যর্থ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

আরমানের গ্রামের বাড়ি পাবনার ইশ্বরদীতে, ঢাকায় তিনি থাকতেন পল্লবীতে।