ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকালে উপজেলার পলাশী বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আদিতমারী থানা সূত্র জানায়, সকালে আদিতমারীর পলাশি বাজার এলাকায় ওই অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চারজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।