নিউজ ডেস্ক : বাংলাদেশকে চারটি পণ্যবাহী জাহাজ দিতে চায় ডেনমার্ক। আজ মঙ্গলবার সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রুপ পিটারসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন।
বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান। নৌপরিবহন প্রতিমন্ত্রী ডেনমার্কের এই প্রস্তাব গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশকে চারটি কন্টেইনার ভেসেল (পণ্যবাহী জাহাজ) দেয়ার প্রস্তাব দিয়েছে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা হবে ১ হাজার ৫০০ টিইইউএস (টোয়েন্টি-ফিট ইকুইভ্যালেন্ট ইউনিটস)। এই জাহাজগুলো চট্টগ্রাম-কলম্বো এবং চট্টগ্রাম-সিঙ্গাপুর রুটে চলাচল করবে।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘চারটি জাহাজের দাম পড়বে ১০ কোটি ইউরো। সহজ শর্তে এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। ১ দশমিক ৮ শতাংশ হারে এই ঋণ ডেনমার্ককে ২৫ বছরের মধ্যে ফেরত দিতে হবে।’
আগামী ৬ মাসের মধ্যে ডেনমার্কের সঙ্গে এ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তির ৩ বছরের মধ্যে তারা জাহাজগুলো বাংলাদেশকে সরবরাহ করবে
বৈঠকে নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।