নিউজ ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার পণ্ডিতপুকুর আঞ্চলিক সড়কের পদ্মপুকুর কাতলগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই রাজশাহী সিটি হাট থেকে দুটি মহিষ কিনে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। তারা বাড়ির কাছাকাছি পদ্মপুকুর কাতলগাড়ী মোড়ে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে দুই ভাই নিহত হয়।
সোমবার সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
ফেনী
ফেনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ভাঙার তাকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ঘোপাল গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী বিবি জোহরা মুন্নি (৩৫) ও তার মেয়ে ফারিয়া আক্তার (১৫)। এ ঘটনায় আহত লিয়াকত হোসেন ও তার দু ছেলেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।
মহিপাল হাইওয়ে পুলিশের এস আই শাহজাহান জানান, বাসটি জব্দ ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে মামা সুমন হোসেন (৪০) ও ভাগিনা মো. তামিম (১৫) নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার যুগী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।সুমন রামগঞ্জের ভূঁইয়া আলী পাঠান বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও তামিমের বাড়ি চাটখিল উপজেলার শাহাপুর গ্রামে।রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে মামা ও ভাগিনা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বালুয়া চৌমুহনী বাজারের অদূরে যুগী বাড়ির সামনে পৌঁছালে রামগঞ্জের সাথী ডেকোরেটরের একটি নসিমন তাদের মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে সুমন ও তার ভাগিনা তামিম ঘটনাস্থলেই মারা যান।