ট্রাম্পকে বই উপহার দিলেন রানি এলিজাবেথ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের সফরে এখন যুক্তরাজ্যে আছেন। এই সফরে রানি এলিজাবেথ একটি বই উপহার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর উইনস্টন চার্চিলের লেখা একটি বই উপহার হিসেবে পেয়েছেন ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নয়, সেই সঙ্গে উপহার পেয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। তাঁকে রুপা দিয়ে তৈরি একটি বিশেষ বাক্সে উপহার দেওয়া হয়েছে। তবে মেলানিয়া কী উপহার পেয়েছেন, তা জানা যায়নি।

উইনস্টন চার্চিল যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের নেতৃত্ব ছিল তাঁর হাতে।

পাল্টা উপহারও পেয়েছেন রানি এলিজাবেথ ও তাঁর স্বামী ফিলিপ। রানিকে বিশেষভাবে তৈরি একটি কাঠের বাক্সে উপহার দিয়েছেন ট্রাম্প। আর ফিলিপকে দেওয়া হয়েছে এয়ার ফোর্স ওয়ানের একটি জ্যাকেট এবং মার্কিন জেনারেল জেমস ডুলিটলের লেখা আত্মজীবনীর প্রথম সংস্করণের একটি কপি। তাতে ডুলিটলের অটোগ্রাফও আছে।