নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আজ
বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় আর্ল রবার্ট মিলার বলেন, আমেরিকান জনগণ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক! ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। বৈচিত্রময় ও স্পন্দনশীল আমেরিকান মুসলিমসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য একনিষ্ঠতা, দানশীলতা, সৌভাগ্য এবং শান্তির জন্য নিবেদিত একটি মাসের শেষে ঈদ বিশেষ তাৎপর্যপূর্ণ।