নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। আজ
বুধবার ঈদের দিন ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় রীভা গাঙ্গুলী দাস বলেন, ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্তে আমার ও ভারতীয় হাইকমিশনের সবার পক্ষ থেকে সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন। আজ আমাদের দুই দেশের লোক ঈদ উদযাপন করছে। এই সুন্দর উৎসব যেনো দুই দেশের লোকদের আরো কাছে টানে, আমাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে, সেই প্রত্যাশা করছি। আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক!