আশুলিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নাদিম হোসেন (২৫) নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন পুলিশ সদস্য।
আজ বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের পাশে এ দুর্ঘটনা ঘটে৷ নিহত নাদিম নওগাঁ জেলা সদর থানার উল্লাসপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। তিনি শিল্প পুলিশ-১ এর ৪৮০ নম্বর কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রাতের ডিউটি শেষে সকালে নাদিমসহ আরও তিন পুলিশ সদস্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে উঠেন শ্রীপুরে যাওয়ার জন্য। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকাআপ ভ্যান ওই অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় নাদিমের। এতে আহত হয় তার সঙ্গে থাকা আরও তিন পুলিশ সদস্য। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।