নিউজ ডেস্ক : বুন্দেসলিগার ক্লাব এন্ট্রাসট ফ্রাঙ্কফুট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন লুকা জোভিচ। মঙ্গলবার এ প্রসঙ্গে অফিসিয়াল ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ এবং জার্মান ক্লাবটি।
খুব বাজেভাবে এবার মৌসুমে শেষ করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল। তাই নতুন মৌসুম শুরুর আগেই স্কোয়াডে শক্তি বাড়ানো শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও মৌসুম শেষে এবার লুকা জোভিচের রিয়ালে দেওয়া নিশ্চিত হলো।
৬২ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন লুকা জোভিচ। চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে থাকবেন তিনি। উইঙ্গার হিসেবে সবচেয়ে দামি ট্রান্সফারে রিয়ালে যোগ দিলেন ২৭ বছর বয়সি এ তরকা। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের পর ক্লাবটির সবচেয়ে দামি ফুটবলার হিসেবে তৃতীয় অবস্থানে তিনি।
ফ্রাঙ্কফ্রুটের হয়ে জার্মান বুন্দেসলিগায় ১৭ গোল আর ৫ এসিস্ট করেছে জোভিচ। আর উয়েফা ইউরোপা লিগে করেছেন ১০ গোল আর এক এসিস্ট। দলকে সেমি ফাইনালে নিয়ে যেতেও অবদান রাখেন সার্বিয়ান তারকা। তবে শেষ পর্যন্ত চেলসির কাছে হেরে শেষ চার থেকে বিদায় নিতে হয় তার দলকে।