নিউজ ডেস্ক : আগামীকাল বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। দ্বিতীয় দফা বৈঠকের পর মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এই ঘোষণা দেন।
রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, চাঁদ দেখা কমিটির সভায় রাত ৯টায় ঘোষণা দেয়া পর্যন্ত দেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলেও পরবর্তীতে বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখা যাওয়ার সংবাদ আসতে থাকে।