১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল লিভারপুল

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক :  উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছে লিভারপুল। টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে লিভারপুল এ জয় পায়। উয়েফা চ্যাম্পিয়নস লীগ হচ্ছে ইউরোপের ক্লাব পর্যায়ের শীর্ষ দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। ১৯৫৫ সাল থেকে এর আয়োজন করে আসছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফা)। অবশেষে ১৪ বছরের চ্যাম্পিয়নস লিগের শিরোপা খরা কাটাল লিভারপুল। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে ইউরোপ ফুটবলের সাম্রাজ্য দখল করেছে ইউর্গেন ক্লপের দল। মাদ্রিদে শনিবার ফাইনালে ২-০ গোলে জেতে লিভারপুল। এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন মোহাম্মদ সালাহ, যিনি খেলার দ্বিতীয় মিনিটেই পেনাল্টি গোল দিয়ে লিভারপুলকে এগিয়ে দেন। আর খেলার শেষের দিকে দিভোক ওরিগির গোলে জয় নিশ্চিত করে লিভারপুল।
এর মাধ্যমে ষষ্ঠবারের মতো এই ইউরোপীয় প্রতিযোগিতার শিরোপা জয় করলো ক্লাবটি। খেলার শুরুতেই প্রথম আক্রমণে টটেনহ্যামের ডি-বক্সে ঢুকে সাদিও মানের শটে মিডফিল্ডার মুসা সিসোকোর বুকে ও পরে হাতে বল লাগে।
ফলে পেনাল্টি কিক পায় লিভারপুল। সেই স্পট কিকে জালে বল ছুঁড়ে দিয়ে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। এটি ছিল চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে দ্বিতীয় দ্রুততম গোল। এরপর বেশ কয়েকবার আক্রমণ পাল্টা-আক্রমণ চললেও টটেনহ্যামের পরাজয় নিশ্চিত করে দেয় বদলি খেলোয়াড় হিসাবে নামা দিভোক ওরিগির গোলটি।
গেল মৌসুমে রোনালদোর অবিশ্বাস্য এক গোলের কাছে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লিভারপুলের। এবার দুর্দান্ত লিভারপুল নিজেদের অস্তিত্ব জানান দিয়েই ফাইনালে উঠেছে। মোহাম্মাদ সালাহ এই মৌসুমে পাঁচটি গোল করেছে।