দক্ষিণাঞ্চলের ৪৩ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার।
আবু জাফর হাওলাদার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঢাকা নদীবন্দরে ২ নম্বর আবহাওয়া সংকেত থাকায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেন জানান আবু জাফর হাওলাদার।