তোফায়েলের শয্যাপাশে নাসিম

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপিকে দেখতে গিয়েছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তোফায়েল আহমেদকে দেখতে গিয়ে তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি তোফায়েল আহেমেদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় গত ২ মে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে হাসপাতালে নেয়া হয়।