বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে স্বাগত জানাবে আওয়ামী লীগ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ওবায়দুল কাদেরকে বিমানবন্দরে স্বাগত জানাবে আওয়ামী লীগ।

তিনি বলেন, ওবায়দুল কাদের এখন সম্পূর্ণ সুস্থ। আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছ‌াবেন। আওয়ামী লীগ বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে স্বাগত জানাবে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় দলটির নেতা জাহাঙ্গীর কবির নানক, আকতারুজ্জামান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, হাবিবুর রহমান সিরাজ, সুজীত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ফরিদুন্নাহার লাইলী, অপু উকিল, প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।