নিউজ ডেস্ক : অবশেষে অনেক প্রতীক্ষার পর ১০ মে মুক্তি পেয়েছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’। ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১২ কোটি। আর দ্বিতীয় দিন শেষে ছবিটি ঘরে তুলেছে মোট ২৬ কোটি রুপি।
যা এখন পর্যন্ত চলতি বছরে বলিউডের সিনেমা প্রথম দুইদিনের সর্বোচ্চ আয়। ছবিটি দেখতে হলে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। আশা করা হচ্ছে এই ছবিটি শিগগিরই ১০০ কোটির ক্লাবে পা রাখবে।
নানা কারণেই ছবিটি আলোচনায় ছিলো। তবে মূল কারণটা ছবির নায়ক টাইগার শ্রফ। ধর্ম প্রোডাকশানের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র সিক্যুয়েলে টাইগারকে দেখতে মুখিয়ে ছিলেন বলিউডপ্রেমীরা।
সেই সঙ্গে চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পাণ্ডে এবং তারা সুতারিয়ার অভিষেক ঘটছে চলচ্চিত্রে। ছবিতে এই দুই নবীনের সঙ্গে বেশ জমজমাট রোমান্স নিয়ে হাজির হয়েছেন টাইগার।
এদিকে ছবিটির আগের সিকুয়াল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ প্রথম দিনে ব্যবসা করেছিল ৭.৫২ কোটি। এ ছবিতেও অভিনয় করেছিলেন নতুন নায়ক-নায়িকা। এদিকে এই ছবিরই নায়ক টাইগার শ্রফের ছবি ‘বাঘী-২’ প্রথম দিনে এর থেকে ভালো ব্যবসা করেছিল।