নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ক্যাম্পের দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শনিবার বালুখালীর ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ আবদু শুক্কুরের ছেলে মো. ইসমাইল হোসেন সোহেল (৫) এবং ছদরুল আমিনের ছেলে মো. রোহান (৫)।
উখিয়ার থাইংখালী তানজিমারখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঞ্জুর কাদের বলেন, বিকাল ৫টার দিকে পাহাড়ের নিচে খেলা করার সময় হঠাৎ পাহাড় ধসে তাদের উপর পড়ে।
“স্থানীয়রা মাটি সরিয়ে বের করার আগেই দুই শিশুর মৃত্যু হয়।” ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফিরে আসলে বিস্তারিত বলা যাবে বলে এসআই মঞ্জুর জানান।