অনলাইনে ফাঁস হলো নতুন আইফোন কেইসের ছবি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নতুন আইফোন বাজারে আসতে এখনও কয়েক মাস বাকি। এরই মধ্যে নতুন আইফোনের কেইস বানানো শুরু করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এমনই একটি কেইসের ছবি ফাঁস হয়েছে অনলাইনে।
ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে ডিভাইসের পেছনে বর্গাকার করে কাটা। ওই বর্গের তিন কোণায় বসানো হয়েছে তিনটি ক্যামেরা মডিউলের জায়গা। আর বর্গের ভেতরেই ওপরে ডানদিকে রাখা হয়েছে ফ্ল্যাশের জন্য জায়গা — খবর প্রযুক্তি সাইট ভার্জের।

আইফোন কেইসের দুইটি ভিন্ন ভিন্ন ছবি ফাঁস করেছেন স্ল্যাশলিকস ও সনি ডিকসন। এর আগেও ডিভাইসের সঠিক রেন্ডার ছবি ফাঁস করেছেন তারা।
নতুন আইফোনে তিন ক্যামেরা নিয়ে বেশ কিছু দিন ধরেই গুজব শোনা যাচ্ছে। এবারই কেইসের ছবিতে সে গুজবেরই সমর্থন মিললো।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। নতুন এই ডিভাইসের নাম হতে পারে আইফোন ১১। তার আগেই কেইস তৈরিতে ব্যস্ত নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

এবারও নতুন আইফোনের বাজার মূল্য হতে পারে এক হাজার মার্কিন ডলার, এমনটাই উল্লেখ করা হয়েছে ভার্জের প্রতিবেদনে।