নিউজ ডেস্ক : মধু ও পেঁয়াজের রস মাথার ত্বক আর্দ্র রাখার পাশাপাশি চুলের শুষ্কতাও দূর করতে সাহায্য করে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মধু ও পেঁয়াজের রস দিয়ে চুলের প্যাক তৈরির পন্থা দেওয়া হল।
একটি কাপে দুই টেবিল-চামচ পেঁয়াজের রস নিয়ে এক টেবিল-চামচ মধু মেশান।
ব্যবহার
একটি তুলার বল মিশ্রিণে ডুবিয়ে মাথার ত্বক ও চুলের গোড়ায় লাগাতে হবে।
হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করুন। তারপর ৩০ মিনিট অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। চাইলে কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে।
সপ্তাহে দুবার এই পদ্ধতি অনুসরণ করা যাবে। প্রথমবার ব্যবহারের পরেই পার্থক্য চোখে পড়বে। ছয় থেকে আট সপ্তাহ ব্যবহারে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি।
খাঁটি ও কাঁচা মধু ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।