দিনাজপুরে সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : দিনাজপুরের কাহারোল উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
দুই শ্রমিক হলেন, জেলার বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবদুল খালেক ওরফে বাকী (৪২) ও একই এলাকার আজমল হকের ছেলে নাসিম হাবিব (২৫)।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় অসাবধনতাবশত দুই শ্রমিক ভেতরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাহারোল থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।