নিউজ ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীকে দেশের সঙ্গীত জগতের এক প্রতিভাবান শিল্পী হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তার কণ্ঠে গাওয়া অসংখ্য জনপ্রিয় গান বহুদিন মানুষের মনকে আন্দোলিত করবে। গানের জগতে সুবীর নন্দীর অসামান্য অবদান অবিস্মরণীয়। সঙ্গীতানুরাগী মানুষের হৃদয়ের কেন্দ্রস্থলে ছিল সুবীর নন্দীর স্থান।’
দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন, ‘তার মৃত্যু দেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘তার গাওয়া গান এতই জনপ্রিয় ছিল যে, গানের অনেক কথা ও সুর মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। সাংস্কৃতিক অঙ্গনের বিশাল ভূবনে তিনি ছিলেন একজন কিংবদন্তী।’
সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।
অপর এক শোকবার্তায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।