সিআইডি প্রধানকে পুলিশ সদরদপ্তরে বদলি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) শেখ হিমায়েত হোসেন মিয়াকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলির আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং অনতিবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে মন্ত্রণালয়ের পৃথক একটি প্রজ্ঞাপনে পিরোজপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবিরকে বদলি করে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।