রাজনীতিবিদদের মনুষ্যত্বহীন বললেন অভিনেত্রী স্বস্তিকা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সত্যি কথা মুখের ওপর বলতে জুড়ি নেই তার। ক্যারিয়ার হোক বা ব্যক্তি জীবন- সবখানেই স্পষ্ট ভাষায় কথা বলেন তিনি। বলছি কলকাতার নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা।

এবার তিনি মুখ খুললেন নতুন কিছু নিয়ে। সেটাই এখন ইস্যু হয়ে গেছে কলকাতার ফেসবুকে। এবার তিনি গোলা ছাড়লেন রাজনীতিবিদদের জন্য।

ভারতে চলছে ভোটের মরসুম। সেই উত্তাপ মজে রয়েছেন সকলে। গতকাল ছিল চতুর্থ দফার ভোট। সেই আবহেই সোশাল মিডিয়ায় দলমত নির্বিশেষে সমস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে মুখ খুলেছেন স্বস্তিকা।

স্বস্তিকা টুইট করেছেন, ‘যখন আপনি রাজনীতিতে যোগ দেন আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব আর থাকে না। রাজনীতিবিদরা মানুষও নন। পশুও নন। তারা শুধুই রাজনীতিবিদ। অসহিষ্ণুতা, স্বার্থপরতা… দেশের কোনো ভবিষ্যৎ নেই। লজ্জা।’

স্বস্তিকা নির্দিষ্ট কোনো রাজনীতিবিদের নাম করেননি ঠিকই। কিন্তু চতুর্থ দফায় আসনসোলে ভোট হয়েছে। সেখানকার প্রার্থী ছিলেন তারই কলিগ মুনমুন সেন। নানা কারণে দিনভর চর্চায় ছিলেন মুনমুন।

সমালোচিতও হয়েছেন। নাম না করে তাকেই কি বিঁধতে চাইলেন স্বস্তিকা? এ প্রশ্নও উঠছে নানা মহলে।