নিউজ ডেস্ক : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম কাশেম (৩৫)। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত রাত তিনটার দিকে মতিঝিলের রাজারবাগের পেছনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জবা আলী (৪৫) ও ইলিয়াছ (৪০)।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল জানান, ট্রাক ও লড়ির সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুধবার ভোর পৌনে চারটায় ট্রাকের শ্রমিক কাশেমকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ।