নিউজ ডেস্ক : ৩৯ তম বিশেষ বিসিএসের(ডাক্তার নিয়োগ) চুড়ান্ত ফলাফল আজই প্রকাশ হচ্ছে। প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে পিএসসি।
আজ সরকারি কর্ম কমিশনের পূর্ন কমিশন সভায় ফলাফল অনুমোদন হতে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশনের একাধিক সদস্য। সকাল ১১টা ১৫ মিনিটে কমিশনের এক কর্মকর্তা জনকণ্ঠকে জানিয়েছেন আমরা চলতি মাসেই ফলাফল প্রকাশের আশা করেছিলাম এবং সেটি হতে যাচ্ছে বলে আমি আশাবাদী। প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হচ্ছে এই বিসিএসে।