না ফেরার দেশে সাংবাদিক মাহফুজউল্লাহ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট মাহফুজউল্লাহ আর নেই। শনিবার (২৭ এপ্রিল) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিট) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকালে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে নুসরাত হুমায়রা। মেয়ে নুসরাত হুমায়রা ছাড়াও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ে সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজউল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ সময় স্ত্রী দিনারজাদী বেগম, ছোট মেয়ে ডা. নুসরাত হুমায়রা, জামাতা মিনহাজুল হক হাসপাতালে ছিলেন। সকল প্রক্রিয়া শেষে আগামীকাল (রোববার) অথবা সোমবার মরহুমের মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন মরহুমের বড় মেয়ে মুসাররাত হুমায়রা অঙ্গনা।

মাহফুজউল্লাহ গুরুতর অসুস্থ হয়ে গত তিন সপ্তাহ ধরে ব্যাংককের হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।