নিউজ ডেস্ক : ‘দিদি তেরা দিওয়ানা’ গানটি নব্বই দশকের সাড়া জাগানো সেরা গানের একটি। এই গান শুনলেই মাধুরী দীক্ষিতের কোমর দোলানো নাচ মনে পড়ে, লাজুক সালমান খানকে মনে পড়ে। তবে এই গানে আরও একজন ছিলেন। তিনি সোনালি সেগল।
আজকাল আর তাকে দেখা যায় না কোনো ছবিতে। তবে নতুন করে আলোচনায় এসেছেন তিনি বলিউডের অন্দর মহলের কিছু গোপন তথ্য প্রকাশ করে।
সোনালি জানিয়েছেন, তার নায়িকা হওয়ার অনেক সুযোগই নাকি ছিল। বেশকিছু প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু নানা কারণে ও আপত্তিকর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়ে সেসব ছবি করেননি তিনি।
সম্প্রতি ফাঁস করলেন ভয়ঙ্কর এক তথ্য। সেটাই এখন ভাইরাল। এক সাক্ষাৎকারে সোনালি জানান তাকে একটি কাজ ছেড়ে দিতে হয়েছে স্তন বড় করতে না পারার জন্য। বলিউডের এক বিখ্যাত পরিচালক নাকি তাকে বলেছিলেন শরীরের গঠন পাল্টাতে সার্জারি করাতে। তিনি তাতে রাজি হননি। সার্জারি না করানোর জন্য তাকে বাদ দেয়া হয়।
এই ঘটনার গভীর প্রভাব পড়েছিল সোনালির ওপর। তিনি বলেন, ‘আমি ওই পরিচালকের নাম নেব না। কিন্তু সেই ঘটনায় ইমোশনাল ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকে। অনেক কেঁদেছিলাম। একই সঙ্গে নিজেকে বাহবা দিয়েছিলাম অন্যায়ের সামনে মাথা নত না করার সাহস দেখানোর জন্য।’