মুক্তি পেল ‘আলফা’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মুক্তি পেল নাসির উদ্দিন ইউসুফের তৃতীয় ছবি ‘আলফা’। রাজধানীতে বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী সিনেমায় মুক্তি পেয়েছে ছবিটি। ঢাকার বাইরে ছবিটি মুক্তি পেয়েছে চট্টগ্রামের প্লাটিনামে।

নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ জানান, বসুন্ধরা সিনেপ্লেক্সে সকাল ১১টা ও বিকেল সাড়ে ৫টা দুইটি শো চলবে। আর সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে সকাল সাড়ে ১০টা ও সন্ধ্যা ৬টায় শো চলবে ছবিটির। চট্টগ্রাম সিলভার স্ক্রিনের শো টাইম দুপুর আড়াইটা। এ ছাড়া ঢাকার শ্যামলী সিনেমায় চলছে ‘আলফা’। সবাইকে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা।

সরকারি অনুদানের এই ছবিতে অভিনয় করেছেন আলমগীর কবির, দোয়েল ম্যাশ, এ টি এম শামসুজ্জামান, ইরা চৌধুরী প্রমুখ। ছবিটি সার্ক চলচ্চিত্র উৎসবের জন্যও মনোনীত হয়েছে।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘আলফা’র গল্প। ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন। ছবিটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটির নির্বাহী প্রযোজক এষা ইউসুফ।