ভবন থেকে মালামাল সরিয়ে নিতে ফের ২ দিনের সময় পেল বিজিএমইএ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন থেকে মালামাল সরাতে ফের দুইদিন সময় দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার মধ্যে ওই ভবন থেকে সব জিনিসপত্র সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে। বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস।

এ অবস্থায় ভবনটি থেকে দ্রুত মালামাল সরিয়ে নিচ্ছেন ভবনে থাকা বিভিন্ন অফিস-প্রতিষ্ঠানের মালিকরা।

সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন সরিয়ে নিতে সময় দিয়েছিলেন আদালত। এরই প্রেক্ষিতে সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে ১৬ এপ্রিল মাঠে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সেই দিন ভবনটির মালামাল সরিয়ে নিতে সময় এবং সুযোগ দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটি সিলগালা করে দেয় রাজউক।

এরপর গত ১৮ এপ্রিল বিজিএমইএ ভবনের তালা খুলে মালপত্র সরিয়ে নেওয়ার জন্য পুনরায় সময় দেওয়া হয়েছিল। সে সময়েও পুরোপুরি মালামাল সরিয়ে নিতে না পারায় ফের দুই দিন সময় দিল রাজউক।