ইউজিসির বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ইউজিসি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউজিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান নিয়োগ পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় নিয়োগ পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্বপ্রাপ্ত ইউজিসি সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, সচিব ড. মো. খালেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, প্রশাসন বিভাগের যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর, জেনারেল সার্ভিসেস অ্যান্ড এস্টেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান এবং প্রশাসন বিভাগের উপ-সচিব মো. শাহিন সিরাজ উপস্থিত ছিলেন।

লিখিত পরীক্ষার ফলাফল, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ইউজিসিতে ব্যক্তিগত কর্মকর্তা/ প্রশাসনিক কর্মকর্তা, অডিটর, বাজেট পরীক্ষক ও অফিস সহকারী-কাম কম্পিউটার টাইপিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।