নিউজ ডেস্ক : সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ১৬ জনকে আটক করেছে র্যাব।
র্যাবের দাবি, আটকরা সবাই সংঘবদ্ধ ও পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সোমবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।