নিউজ ডেস্ক : কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় মো. আকবর (৩৫) ও মো. হানিফ নামে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. আকবর ও মো. হানিফের মরদেহ শনাক্ত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা। হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার সকালে ইপিজেড থানাধীন কর্ণফুলীর নেভাল বার্থ-১ এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ দুইটি পাওয়া যায়। এ ঘটনায় কর্ণফুলীর পাড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকবর (৩৬) জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের সিরাজ মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে। আর হানিফ একই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শুক্কুর মেম্বারের বাড়ির আবদুল খালেকের ছেলে।
কর্ণফুলীতে নৌকাডুবিতে ২ জনের মরদেহ উদ্ধার
