নিউজ ডেস্ক : গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন। আজ সোমবার দুপুর ১২টার পর স্ত্রী হামিদা হোসেনকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মোহসীন মন্টু। তিনি বলেন, চিকিৎসা শেষে আগামী ১৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি হাঁটুর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ড. কামাল হোসেন।