চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক :  চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে লোকমান হোসেন জনি (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান শ্রীমঙ্গল জেলার নোয়াগাঁও এলাকার শামসুল হকের ছেলে।  সে নগরীর বাদশা মিয়া রোডের পশুশালা এলাকায় থাকতেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাত ১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় লোকমানকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোকমানকে হাসপাতালে নিয়ে আসেন ওই এলাকার বাসিন্দা শামীম। তিনি বলেন, বাকলিয়া এলাকার এক কিশোরের সঙ্গে গোলপাহাড় এলাকার দুই কিশোরের বিরোধ হয়। ওই বিরোধ মিমাংসা করতে লোকমান সেখানে গিয়েছিলেন। সেখানে প্রতিপক্ষের গুলিতে লোকমান নিহত হন।