গুলশানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন চেয়ে হাইকোর্টে রিট

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও গুলশান এলাকার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন নিশ্চিত করণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

গুলশান সোসাইটির পক্ষে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন আইনজীবী শুক্লা সারওয়াত সিরাজ। রিটের বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করেছেন।

আগামীকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বনানীর ২১তলা এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৬ ঘণ্টার চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ ২৬ জন প্রাণ হারান। আহত হয় প্রায় শতাধিক।

এ ঘটনার ঘটার পর শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশানে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।