নিউজ ডেস্ক : ট্রান্সফার ফির রেকর্ড গড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার লুকাস হার্নান্দেজকে দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। ২৩ বছর বয়সি ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে জার্মান ক্লাবটির। আগামী ১ জুলাই তিনি নতুন ক্লাবে যোগ দেবেন।
বুধবার বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে হার্নান্দেজের সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করে। আন্তর্জাতিক বিরতির সময় ক্লাবটিতে তিনি মেডিক্যাল সম্পন্ন করেছেন।
হার্নান্দেজকে দলে নিতে বায়ার্নের খরচ হয়েছে ক্লাব রেকর্ড ৮০ মিলিয়ন ইউরো। এর আগে ২০১৭ সালে লিঁও থেকে করেন্তিন তলিসোকে কিনতে তাদের খরচ হয়েছিল ৪১.৫ মিলিয়ন ইউরো, যা ছিল আগের রেকর্ড।
সব মিলিয়ে বিশ্বের দ্বিতীয় দামি ডিফেন্ডার এখন হার্নান্দেজ। ২০১৭-১৮ মৌসুমে সাউদাম্পটন থেকে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে কিনতে লিভারপুল খরচ করেছিল ৮৫ মিলিয়ন ইউরো।
বায়ার্নে যোগ দিয়ে ক্লাবের ওয়েবসাইটে হার্নান্দেজ বলেছেন, ‘এটি সত্যিই আমার ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি দিন। বায়ার্ন মিউনিখ ইউরোপের এবং বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাব। বায়ার্নের হয়ে সম্ভাব্য সব শিরোপার জন্য লড়াই করতে পারব ভেবে আমি গর্বিত।’
হার্নান্দেজ সেন্টার-ব্যাক ও লেফট-ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন। অ্যাটলেটিকোর হয়ে তিনি লা লিগায় খেলেছেন ৬৭ ম্যাচ। জিতেছেন ইউরোপা লিগ ও সুপার কাপ শিরোপা।
ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৫ ম্যাচ। গত রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের হয়ে খেলেন সব ম্যাচই।