বালুরঘাটে হেলে পড়েছে ছয়তলা ভবন

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্টের বালুরঘাট এলাকায় খবির মার্কেটের পেছনে একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে। রোববার রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, ছয়তলা আবাসিক ভনটি হেলে পড়ার খবর রবিবার রাত ১১টার দিকে পান তারা। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। ভবনটি হেলে পড়লেও কেউ হতাহত হয়নি। বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে। সোমবার সকালে স্থাপত্য বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, প্রতীক্ষা নামের ওই ভবনটি উত্তর দিকের আরেকটি আটতলা ভবনের দিকে হেলে পড়েছে। আমরা লোকজনকে হ্যান্ডমাইক দিয়ে নেমে আসার অনুরোধ জানিয়েছি। ভবনটি এখন যে পর্যায়ে আছে, তাতে হতাহতের কোনো আশঙ্কা নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক থেকে দেড় মাস আগে থেকেই ভবনটি হেলে পড়ছিল। আজ খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে এসেছে।