জাহালমকে নিয়ে সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা চাইলো ‍দুদক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ২৬ মামলার ভুল আসামি জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, সকাল ১১টায় আদালতের অনুমতি নিয়ে এ আবেদন করা হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে এটি আবেদন আকারে আসবে।

জাহালমের জীবনের কষ্টের কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্তের ব্যাপারে গত ১৩ মার্চ দু’টি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। একটি দৈনিকে ‘জাহালমকে নিয়ে সিনেমা, তিনিই জানেন না!’ এবং আরেকটি দৈনিকে ‘জাহালম’ নিয়ে চলচ্চিত্র, অভিনয় করবেন রিজু’ শীর্ষক প্রতিবেদন দু’টি প্রকাশ হয়।

এ বিষয়ে সোমবার খুরশীদ আলম খান বলেছিলেন, দু’টি দৈনিকে জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানানো হবে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। এ দু’টি প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে আবেদন করতে যাচ্ছি। কারণ বিষয়টি এখনো বিচারাধীন। তাই বিচারাধীন বিষয় নিয়ে সিনেমা বানানো যাবে না। এ কারণে নিষেধাজ্ঞা চাইবো।

একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ‘সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের একজন। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেফতার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। টাঙ্গাইলের আলোচিত সেই জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে।’

‘জাহালমের জীবনের কষ্টের কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া তুষার। এরইমধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছেন। জাহালমের নামের সঙ্গে মিলিয়ে ছবির নামও রেখেছেন ‘জাহালম’। তবে জাহালমই জানেন না, তাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।’

‘ছবিতে জাহালমের চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু, যিনি ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি সিনেমা বানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।’

জাহালমের জীবনী নিয়ে ছবি নির্মাণের ভাবনা প্রসঙ্গে মারিয়া তুষার বলেন, ‘টেলিভিশনে প্রথম জাহালমের খবরটি জানতে পারি, জাহালমের দুঃখের জীবনের সংবাদটা ছিল সাড়া জাগানো। তার সাক্ষাৎকার দেখার পর মনে হলো, এটা নিয়ে কাজ করা উচিত। আমার কাছে ব্যাপারটা স্পর্শকাতরও মনে হয়েছে।’

আরেকটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ‘এবার এই ‘জাহলাম’-কে নিয়ে নির্মাণ হতে যাচ্ছে চলচ্চিত্র। এটি নির্মাণ করবেন মারিয়া আফরিন তুষার। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু। শুধু তিনিই নন, এ চলচ্চিত্রের প্রধান সব চরিত্রেই অভিনয় করবেন আরও ১৪ নির্মাতা। বাকিদের নাম শিগগির জানিয়ে দেওয়া হবে।’