নিউজ ডেস্ক : চোরাচাল পাচার করার সময় ফিলিপাইনি নৌবাহিনী মঙ্গলিয় পতাকাবাহী একটি জাহাজ আটক করে ৩৭ হাজার বস্তা চাল উদ্ধার করেছে। এ ঘটনায় ফিলিপাইনি নৌবাহিনী ওই জাহাজের ৬৬ জন কর্মচারীকে আটক করেছে। আটককৃত মধ্যে ১১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা সিবুগে শহরের অলুটাতাঙ্গা দ্বীপ থেকে গত শনিবার রাতে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৫১ জন ফিলিপিনি ও ১৫ জন বিদেশি নাবিক রয়েছেন। ১৫ বিদেশি নাবিকদলের মধ্যে ১১ জন বাংলাদেশি ও জাহাজের ক্যাপ্টেনসহ চার জন চীনা নাগরিক।
নেভাল ফোর্স অব ওয়েস্টার্ন মিন্দানাও (এনএফডব্লিউএম) এর রিয়ার এডমিরাল রেনে মেডিনা জানান, নৌবাহিনীর বিশেষ একটি দল এম/ভি ডায়ামন্ড ৮ নামের জাহাজটি জব্দ করে ৩৭ হাজার ১৮০ বস্তা (প্রায় ১ হাজার ৩৫৯ মেট্রিক টন) ভিয়েতনামি চোরাচাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৭.৯ মিলিয়ন পেসো হবে।
মেদিনা জানান, জাহাজের কর্মচারীদের আটকের পর নেভাল ফোর্স অব ওয়েস্টার্ন মিন্দানাও (এনএফডব্লিউএম) বিষয়টি বাণিজ্য ও শিল্প বিভাগ, ব্যুরো অব কাস্টম এবং আঞ্চলিক পুলিশের অপরাধ তদন্ত ও সনাক্তকরণ গ্রুপকে জানিয়েছে।
Be the first to comment on "ফিলিপাইনে ১১ বাংলাদেশি নাবিক আটক"