নিউজ ডেস্ক : যশোরের অভয়নগরে রবিউল ইসলাম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নওয়াপাড়ার আকিজ জুট মিলের পেছন থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রবিউল ইসলাম নওয়াপাড়া গরুহাটা এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে।
পুলিশ জানায়, কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই স্থানে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে রাতেই মরদেহটি উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা যাবে।
Be the first to comment on "যশোরে যুবককে কুপিয়ে হত্যা"