নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় বৃহস্পতিবার ইসরাইলের হামলায় এক হামাস যোদ্ধা নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
হামাস নিয়ন্ত্রিত এ ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবারের ওই হামলায় মোহাম্মদ হিজাইলা নামের এক যোদ্ধা নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, হিজাইলা হামাসের সামরিক শাখার একজন সদস্য ছিলেন।
এদিকে ইসরাইল এই হামলা চালানোর কথা নিশ্চিত করে বলেছে, সীমান্তে বন্দুক হামলার জবাবে এ হামলা চালানো হয়।
Be the first to comment on "গাজায় ইসরাইলের হামলায় হামাস যোদ্ধা নিহত"