নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘এই মতিয়া চৌধুরী কে? আমি তো নাম করে কোনোদিন কাউকে কিছু বলি না। আমি মনে করি তার উচিত হবে পদত্যাগ করা। আর তা না হলে তার উচিত হবে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।’
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে মওদুদ আহমদ বলেন, ‘ছাত্র সমাজের এই যে যারা আন্দোলন করছে, তাদের তিনি রাজাকার বলেন, আমার মনে এটা তিনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর এ প্রসঙ্গটি গণমাধ্যমে ফলাও করে প্রচার না করার কথাও বলেন সাবেক এই আইনমন্ত্রী।
তিনি বলেন , ‘আজকে আপনারা এটিকে ভালো করে ফলাও করবেন না। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট না। মেইন পয়েন্ট হলো এই যে কোটা আন্দোলনের মাধ্যমে যে প্রতিফলন ঘটেছে, তাতে দেশের মানুষের মনের ক্ষোভের প্রকাশ হয়েছে।’
বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাভিত্তিক প্রশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে মওদুদ বলেন, ‘সারা বিশ্বে প্রযুক্তি প্রতিযোগিতা। জ্ঞান ছাড়া, মেধাভিত্তিক প্রশাসন যদি থাকে। তারা যদি দেশপ্রেমিক না হয়, তাহলে বাংলাদেশ রক্ষার কোনো উপায় থাকবে না। আমরা তো অর্থনীতিতে অনেক নিচে। আমাদের চেয়ে যারা উন্নত, তাদের চেয়ে আমাদের আরও গ্যাপ তৈরি হবে। সুতরাং আমাদের প্রযুক্তির সুযোগ নিতে হবে। এজন্য আমাদের জ্ঞানভিত্তিক প্রশাসন গড়তে হবে।’
লেবার পার্টির মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান। অন্যদের মধ্যে বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
Be the first to comment on "মতিয়া চৌধুরীর পদত্যাগ করা উচিত : মওদুদ"