হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার কাজ চলছে। চিহ্নিত করার পর অবশ্যই মামলা হবে।’

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ধরনের হামলা কখনোই ছাত্র সমাজের হতে পারে না। এখানে কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কোটাব্যবস্থা সংস্কারের দাবি আন্দোলনকে কেন্দ্র করে যারা ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এক্ষেত্রে ইমরান এইচ সরকার ছাড়া অন্য কেউ জড়িত আছে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে কোটা সংস্কারের আন্দোলনে নামেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে এ আন্দোলন অব্যাহত আছে।

Be the first to comment on "হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.




ten + 6 =