নগ্ন হয়ে তেলেগু তারকার কাস্টিং কাউচের প্রতিবাদ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : শোবিজ জগতে যৌন নিগ্রহ বা কাস্টিং কাউচের কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অনেকেই। গেল বছর কাস্টিং কাউচের দায় নিজের সাম্রাজ্য হারিয়েছেন হলিউডের হার্ভে ওয়েনস্টিন। এবার তেলেগু ইন্ড্রাস্ট্রীতে কাস্টিং কাউচের প্রতি অভিনব এক প্রতিবাদ করলেন অভিনেত্রী শ্রী রেড্ডি।

জানা যায়, তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্সের সামনে উর্ধাঙ্গ অনাবৃত করে রাস্তায় বসে প্রতিবাদ জানান রেড্ডি। অবশ্য বেশিক্ষণ অবস্থান করতে দেয়নি পুলিশ। তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়। তবে হায়দরবাদের অভিজাত জুবিলি হিলসে এক পরিচিত অভিনেত্রীকে এভাবে বসে থাকতে দেখে শহরে হইচই পড়ে যায়।

এমন প্রতিবাদের বিষয়ে রেড্ডি বলেছেন, ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত পরিচালক প্রযোজকদের দ্বারা যৌন নিগ্রহের স্বীকার হচ্ছে অভিনেত্রীরা। কাজ পাওয়ার জন্য দেহ বিলানোটাকে ট্রেন্ড বানিয়ে ফেলেছে, আর এসব জেনেশুনেও নির্বিকার আছে তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্স। তাই এর প্রতিবাদ জানাতে এমন পদক্ষেপ।

Be the first to comment on "নগ্ন হয়ে তেলেগু তারকার কাস্টিং কাউচের প্রতিবাদ"

Leave a comment

Your email address will not be published.




2 + 19 =