ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ নারী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে সে দেশের পুলিশের কাছে ধরা পড়েন শিশুসহ ১৮ বাংলাদেশি নারী। দুই বছর কারাভোগ শেষে শুক্রবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন তারা।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় বিজিবি, বিএসএফ ও দুই দেশের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা বাংলাদেশি নারীরা হলেন- যশোরের রেশমা খাতুন আশা (২৩), আমিনা আক্তার ময়না (৯), লিজা আক্তার মরিয়ম (১৮), শেফালি (২১), সামিয়া (৮), সেলিনা মোল্যা (২০), নড়াইলের সুবর্ণা (২০), খুলনার শারমিন খাতুন (২১), সুমাইয়া (২৩), সালমা খাতুন (২২), মুক্তা আক্তার (২৩), রুনা (২১), সাতক্ষীরার মরিয়ম আক্তার (২৩), মাদারীপুরের মারুফা নাসরিন (২৪), ঝিনাইদহের ময়না খাতুন (১৯), কিশোরগঞ্জের পাপিয়া আক্তার হ্যাপী (২০), রংপুরের জাহানারা খাতুন (২৫) ও রাজশাহীর সোনিয়া (২২)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভালো কাজের আশায় সীমান্তের অবৈধপথে ভারতের মুম্বাই শহরে গিয়ে সে দেশের বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় পুলিশের হাতে এরা ধরা পড়েন। আদালত তাদের দুই বছরের সাজা দেয়। পরে আদালতের মাধ্যমে সেখান থেকে ভারতের ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে এনে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার তাদের দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

বেনাপোল পোর্ট থানার এসআই মতিউর রহমান জানান, ফেরত আসা দুই শিশুসহ ১৮ বাংলাদেশি নারীকে থানার আনুষ্ঠানিকতা শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে মানবাধিকার সংস্থা ‘রাইটস যশোর’ এর কাছে হস্তান্তর করা হবে।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিক আহম্মেদ জানান, ফেরত আসা নারীদের যশোরে শেল্টার হোমে রাখা হবে। আইনি প্রক্রিয়া শেষ করে তাদের নিজ নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

Be the first to comment on "ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ নারী"

Leave a comment

Your email address will not be published.




twelve − six =