নিউজ ডেস্ক : মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেট এবং তিন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান সুন্দরবন, এসএ পরিবহন ও কন্টিনেন্টালের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাদের প্রাতিষ্ঠানিক লেনদেনসহ সার্বিক তথ্য-উপাত্ত চেয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছে দুদক।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, এই পাঁচটি প্রতিষ্ঠানের ম্যানুয়াল, তারা কিভাবে কাজ করে ও তাদের প্রাতিষ্ঠানিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত পৃথক চিঠি প্রতিষ্ঠান পাঁচটির প্রধান কার্যালয় বরাবর পাঠানো হয়েছে।
অন্যদিকে দুদকের একটি সূত্র জানিয়েছে, ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিকাশ, ডাচ বাংলা ব্যাংকের রকেট এবং কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান সুন্দরবন, এসএ পরিবহন ও কন্টিনেন্টালের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকায় নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Be the first to comment on "বিকাশ-রকেটসহ তিন কুরিয়ার সার্ভিসের নথি চেয়ে দুদকের চিঠি"