হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ‘স্যার সকালে অফিসে এসেছেন। একটি মিটিংয়েও যোগ দিয়েছেন। মিটিং শেষে নিজ কক্ষে ফিরে নিজের বাম হাত অবশ বোধ করেন। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই। তবে তাকে পর্যবেক্ষণের জন্য আজকে তাকে হাসপাতালে থাকতে হবে।’

তিনি আরও জানান, ‘স্যার স্বাভাবিক আছেন। সবার সঙ্গে কথাও বলেছেন।’

Be the first to comment on "হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ"

Leave a comment

Your email address will not be published.




eleven + fourteen =