গোল করে রোনালদো নিজেও অবাক!

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার আগেরদিনই বাইসাইকেল কিক অনুশীলন করেছিলেন রোনালদো; কিন্তু তিনি নিজেও কী জানতেন, পরদিন জুভদের মাঠে গিয়ে অসাধারণ গোলটি করে বসবেন? সত্যি সত্যি ভাবতে পারেননি তিনি। এমন বাইসাইকেল কিক তো আর বলে কয়ে হয় না! এ কারণেই নিজের গোলে নিজে বিস্মিত রোনালদো।

ম্যাচ শেষে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই জানালেন সেটা। স্বীকার করে নিলেন, এমন গোল হবে তেমনটা প্রত্যাশাই করেননি তিনি। জিয়ানলুইজি বুফনকে পুরোপুরি বাকরূদ্ধ করে দিয়েছে রোনালদোর গোল। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ১১৯তম গোলও করে ফেললেন রোনালদো। গোলটা এতটাই অসাধারণ ছিল যে, খোদ জুভেন্টাস সমর্থকরাও দাঁড়িয়ে একে অভিভাবদন জানিয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে রোনালদো বললেন, ‘এটা ছিল সত্যিই একটি গ্রেট গোল। আমি বলবো, ফ্যান্টাস্টিক। সত্যি কথা বলতে, এ ধরনের গোল আমি প্রত্যাশাই করিনি।’

ম্যাচ সম্পর্কে রোনালদো বলেন, ‘যদি ম্যাচটি সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়, তাহলে বলবো এটা ছিল অসাধারণ একটি ম্যাচ। আমরা জুভেন্তাসের বিপক্ষে ৩টি গোল করেছি। এটা তো ছিল অসাধারণ।’

নিজেদের খেলা নিয়ে রোনালদোর বক্তব্য, ‘আমরা খুব ভালো খেলেছি। আমি খুশি যে দলের জয়ে অবদান রাখতে পেরেছি। দুটি গোল করেছি আমি। সুতরাং, এটা তো আমার জন্য একটি স্পেশাল রাত।’

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান কিছুটা রসিকতা করলেন নিজের সেরা শিষ্যের সঙ্গে। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার লেভারকুসেনের বিপক্ষে যে গোল করেছিলেন তিনি, সেটা নাকি রোনালদোরটার চেয়েও ভালো ছিল। সেবার হাম্পডেন পার্কে জিদান জার্মান ক্লাবটির বিপক্ষে ২-১ গোলে জেতান রিয়াল মাদ্রিদকে।

Be the first to comment on "গোল করে রোনালদো নিজেও অবাক!"

Leave a comment

Your email address will not be published.




four × five =