নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে অবমাননাকর (কটূক্তি করে) পোস্ট দেয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় বগুড়ার শেরপুরের এক কিশোরীকে (১৬) আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার ওই কিশোরী আদালতে হাজির হয়ে জামিন চাওয়ার পর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
আদালতে কিশোরীর পক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আতিকুর রহমান, ফাইয়াজ জিবরান, গোলাম আকতার জাকির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম। জামিন দেয়ার পর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে ওই কিশোরীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়। মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) অনুসারে তার বয়স ১৬ বছর। সে হিসেবে এখনও সে কিশোরী বা অপ্রাপ্তবয়স্ক। গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দেয়া হয়। ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়েছে এমন অভিযোগে গত ২৪ মার্চ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব ও শেরপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এএসএম শাকিল শেরপুর থানায় ৫৭ ধারায় মামলা করেন।
Be the first to comment on "ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি : হাইকোর্টে কিশোরীর জামিন"